শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক পলক

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গণপূর্ত অধিদফতরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম। গতকাল দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও  মোনাজাত করা হয়। এদিকে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এলজিইডির প্রধান প্রকৌশলী শংকর চন্দ্র আচার্য্য। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন।-গোপালগঞ্জ প্রতিনিধি

শ্রেষ্ঠ সংগঠনের সম্মাননা অর্জন

কুমিল্লার লাকসামে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সম্মাননা অর্জন করেছে ‘ভিক্টোরি অব হিউমিনিটি অর্গানাইজেশন’। মুমূর্ষু রোগীদের স্বেচ্ছায় রক্তদানসহ সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে লাকসাম উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক এ সম্মাননা অর্জন করে। জাতীয় সমাজসেবা দিবস-২০২০ উপলক্ষে সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম সাইফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জিত সেন জিত, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রুবাইয়া ফেরদৌসী ও লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর আলী। -লাকসাম প্রতিনিধি

মাংসের বাজারে অভিযান, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মাংসের বাজারে গতকাল অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য এ অভিযান চালান। এ সময় যত্রতত্র পশু জবাই ও অস্বাস্থ্যকরভাবে মাংস সংরক্ষণ করার অপরাধে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, সকালে শহরের ফারুকী বাজার, আনন্দ বাজার, কাউতলী বাজার, নন্দনপুর বাজারসহ বেশ কয়েকটি মাংসের বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন অনিয়মের কারণে চারটি মাংসের দোকানকে ৫ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মাদ্রাসার উদ্বোধন

কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামে নুরানী মাদ্রাসা ও হেফজখানার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালের উত্তরপাড়া মসজিদে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরদা ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ। উদ্বোধক ছিলেন লাকসাম মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন, উত্তরদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, ইউনিয়ন পরিষদ সদস্য বিল্লাল হোসেন। মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মনপাল ফুলকলি বিদ্যা নিকেতনের সভাপতি লতিফুর রহমান খোকন, উত্তরপাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সমাজসেবক ইমাম হাসান মোল্লা ও আলমগীর হোসেন ভুট্টু প্রমুখ।

-কুমিল্লা প্রতিনিধি

১ লাখ ১৭ হাজার রোগীর বিনামূল্যে ছানি অপারেশন

ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বোকাইনগর গ্রামে ডা. মুক্তাদির চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪৩তম এই চক্ষু শিবিরের মধ্য দিয়ে হাসপাতালটি ১ লাখ ১৭ হাজার রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করল। চক্ষু শিবিরের উদ্বোধন করেন নাজিম উদ্দিন আহমেদ এমপি। অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ১৯৭৬ সাল  থেকে ডা. মুকতাদির চক্ষু হাসপাতালের কার্যক্রম শুরু হয়। এবার এক হাজার রোগীর চোখের ছানি অপারেশন করা হবে। এই হাসপাতালে এ পর্যন্ত ১ লাখ ১৭ হাজার রোগীর বিনামূল্যে ছানি অপারেশনসহ ১ লাখ ৬৩

হাজার ৬৫৬ জন রোগীকে চিকিৎসাসেবা  দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডা. মুক্তাদির চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এ. কে. এম. এ. মুক্তাদির, গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন আহাম্মদ, বোকাইনগর ইউপি  চেয়ারম্যান  হাবিব উল্লাহ হাবিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

-ময়মনসিংহ প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর