রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় এক বছরে ৩৯ জনের প্রাণহানি

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার দুই মহাসড়কে ৩৯ জনের মৃত্যু হয়েছে এক বছরে। ২০১৯ সালে ঢাকা-সিলেট এবং কুমিল্লা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে। এর আগের বছর মহাসড়ক দুটিতে দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ৩৬ জন। তবে হাইওয়ে পুলিশের কর্মকর্তাদের দাবিÑ আগের চেয়ে দুই মহাসড়কে দুর্ঘটনা অনেক কমেছে। হাইওয়ে থানা থেকে প্রাপ্ত তথ্যানুসারে সবচেয়ে বেশি ১০ জন নিহত হন বিদায়ী বছরের প্রথমেই জানুয়ারি মাসে। আহত হন ১৯ জন। এর মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় সিলেটমুখী বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন নিহত হন। ফেব্রুয়ারি মাসে পাঁচটি দুর্ঘটনায় মারা যান চারজন। মার্চ মাসে দুজন। এপ্রিলে দুটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় চারজনের। মে মাসে একটি দুর্ঘটনায় মারা যান তিনজন। জুন মাসে চারটি দুর্ঘটনায় প্রাণহানি ঘটে দুজনের। জুলাই মাসে দুই সড়ক দুর্ঘটনায় মারা যান দুজন, আগস্ট মাসে ৮ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচজনের। সেপ্টেম্বরে একটি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। অক্টোবরে চার সড়ক দুর্ঘটনায় নিহত হন চারজন। নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন দুজন। ডিসেম্বরে কোনো প্রাণহানি নেই। তবে হাইওয়ে পুলিশের এ হিসাবের বাইরে জেলার অন্যান্য সড়কেও দুর্ঘটনা ঘটেছে। এতে হতাহতও হয়েছেন অনেকে। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কে রয়েছে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁক। সরাইলের বৈশামোড়ার বাঁক যার অন্যতম।

সর্বশেষ খবর