রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দিনমজুরের বাইসাইকেল ভ্রমণ

রাজবাড়ী প্রতিনিধি

দিনমজুরের বাইসাইকেল ভ্রমণ

কাঠমিস্ত্রি আনোয়ার

‘হতে চাই না বিয়ের পাত্রী, হতে চাই স্কুলছাত্রী’ এমন স্লোগান বুকে ধারণ করে বাল্যবিয়ের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন দিনমজুর কাঠমিস্ত্রি পঞ্চাশোর্ধ্ব আনোয়ার হোসেন। সাইকেল চালিয়ে সারা দেশে বাল্যবিয়ের কুফল প্রচারণা চালানোর জন্য ভ্রমণ শুরু করেছেন। ২০১৫ সালে নিজের ব্যবসায়ী দোকান বিক্রি করে দেশব্যাপী প্রচারণা শুরু করেছেন। ৬৭ দিনে এরই মধ্যে দেশের ৬৪টি জেলার ২২৭টি উপজেলা পরিভ্রমণ করেছেন। বাকি উপজেলাগুলোয় প্রচারিভাযানের অংশ হিসেবে এখন তিনি রাজবাড়ীতে। বাল্যবিয়ে সমাজের জন্য খারাপ, তাই এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে তিনি লাল পোশাক বেছে নিয়েছেন। তিনি বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারবাকপুর গ্রামের বাসিন্দা।

সর্বশেষ খবর