রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নাঙ্গলকোটে ‘বধূবরণ’ উৎসব

লাকসাম প্রতিনিধি

অন্যান্য দিনের চেয়ে কলেজ ক্যাম্পাসটা ছিল সম্পূর্ণ ভিন্ন। সাজানো হয় বর্ণিল সাজে। উৎসুক জনতার অধীর আগ্রহ। শিক্ষক-শিক্ষার্থীর মনে আনন্দের ঢেউ। নতুন জামা-কাপড় পরে কলেজে সবার সরব উপস্থিতি। খুশির আমেজে একে অন্যের সঙ্গে মেতে ওঠেন খোশগল্পে। ততক্ষণে উৎসুক জনতা নিশ্চিত কার জন্য এত বর্ণিল আয়োজন। ব্যতিক্রমী এ উৎসবের কেন্দ্রবিন্দুতে শিক্ষানুরাগী দম্পতি রিতা চৌধুরী ও মেহেদী হাছান লিটন। তারা দুজনই আমেরিকাপ্রবাসী। উদারতা দিয়ে শিক্ষার প্রতি তাদের আন্তরিকতার কথা জানান দিয়েছেন। কুমিল্লার নাঙ্গলকোটের বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল অ্যান্ড কমার্স কলেজের শিক্ষার্থীদের সুবিধার্থে তারা নিজস্ব অর্থায়নে তিন তলাবিশিষ্ট ছাত্রাবাস নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। ইতিমধ্যে এক তলার কাজ সম্পন্ন হয়েছে। তাদের এমন মানসিকতাকে উৎসাহিত করতেই কলেজের উদ্যোগে আয়োজন করা হয় বধূবরণ উৎসবের। দিনব্যাপী আনন্দঘন এ আয়োজন শুধু রিতা-লিটন দম্পতি নয়, এলাকাবাসীর কাছেও স্মরণীয় হয়ে থাকবে বলে উপস্থিত দর্শকরা জানিয়েছেন।

সর্বশেষ খবর