রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক পলক

মাছের সঙ্গে শত্রুতা

মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের ফুলজোড় এলাকায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মাছ চাষি ওই গ্রামের ফেরদৌস আকন্দ জানান, গত ১ জানুয়ারি থেকে তার পুকুরের মরা মাছ ভাসতে থাকে। গত দুই দিনে পুকুরের সব মাছ মরে ভেসে উঠে। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ফেরদৌসের স্ত্রী লাইলী বেগম থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত করা হয়েছে কাইজারচর গ্রামের মোহাম্মদ আলী ও আলাউদ্দীনসহ ৬-৭ জনকে। -মাদারগঞ্জ প্রতিনিধি

ওষুধ বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নেত্রকোনায় গবাদিপশুকে বিনামূল্যে টিকা, কৃমিনাশক ও ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে কাইলাটি ইউনিয়নের পরিষদ প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। -নেত্রকোনা প্রতিনিধি

১২ দোকান ছাই

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৯ নম্বর ইউনিয়নের সরদারবাড়ী স্টেশনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার রাত ১টার দিকে একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। -রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

মাদককে ‘না’

চান্দিনায় মাদক সেবন ও বিক্রি না করার শপথ নিল পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতা-কর্মী। গতকাল চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান ইউএনও স্নেহাশিস দাশ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বকসী। বক্তৃতা করেন পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি। -কুমিল্লা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর