রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শৈলকুপায় ৬ শতাধিক কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় ৬ শতাধিক কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

রাতের আঁধারে কেটে ফেলা কলাগাছ -বাংলাদেশ প্রতিদিন

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ৬২০টি চাপা কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়দাহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে বড়দাহ গ্রামের কৃষক মিজানুর বিশ্বাসের ৫০০টি, নজরুল মৃধার ৮০টি ও কওছার বিশ্বাসের ৪০টি কলাগাছ কেটে দেওয়া হয়েছে। কেটে ফেলা কলার বাজার মূল্যে ২ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। এ ব্যাপারে কৃষক মিজানুর রহমান দাবি করেন একটি হত্যা মামলাকে কেন্দ্র করে গ্রামে সামাজিকভাবে বিভক্তির কারণে আগের বছরও একই কায়দায় অনেক কলাগাছ কেটে দেওয়া হয়। এবারও কলাগাছগুলো কাটা হয়েছে বলে তিনি ধারণা করছেন। ঘটনাটি তিনি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ খবর