রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ডায়রিয়া রোগী বাড়ছে চাঁপাইনবাবগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়া রোগী। চিকিৎসকরা বলছেন শীতজনিত রোটা ভাইরাসের কারণে এ রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। গত এক সপ্তাহে শতাধিক ডায়রিয়া রোগী আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের বেশিরভাগই শিশু। জানা যায়, প্রচ- ঠা-ায় চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রভাব দেখা দিয়েছে। প্রতিদিন গড়ে ২০ জন ডায়রিয়া রোগী সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন। ডায়রিয়া ওয়ার্ডে জায়গা সংকুলান না হওয়ায় মায়েরা বাচ্চাদের নিয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান জানান, তীব্র শীতে শিশু ও বৃদ্ধদের প্রতি একটু বেশি যতœশীল হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। চিন্তিত না হয়ে জেলাবাসীকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। উল্লেখ্য, গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহে পৌরসভার সরবরাহ করা পানির সমস্যার কারণে ১০০ শয্যার এ হাসপাতালে ৭০০ ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছিল।

সর্বশেষ খবর