সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক বাড়িতে ২০ মৌচাক

নাটোর প্রতিনিধি

এক বাড়িতে ২০ মৌচাক

নাটোরের লালপুরে এক বাড়িতে মৌমাছি ২০টি বাসা বেঁধেছে। বাড়ির মালিক উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের ফারুক হোসেন জানান, ২০ বছর ধরে শীতকালে তার বাড়ির দেয়ালের চারপাশে মৌমাছি চাক বাঁধে। সকাল-সন্ধ্যা হাজার হাজার মৌমাছির গুঞ্জনে এ বাড়িসহ পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। ফারুক জানান, তার বাড়ির মৌচাক আর মৌমাছি দেখতে এবং খাঁটি মধু কেনার জন্য প্রতিদিন মানুষ ভিড় করেন। তিনি বলেন, ২০ বছর ধরে প্রতি বছর মৌমাছি তার বাড়িতে শীতের শুরুর দিকে এসে বাসা বাঁধে এবং গরম পড়ার সঙ্গে সঙ্গে চলে যায়। এসব মৌচাক থেকে প্রতি বছর গড়ে তিন থেকে চার মণ মধু আহরণ করা যায়। এ মধুর চাহিদাও ভালো। তিনি জানান, প্রতি কেজি মধু ৬০০-৬৫০ টাকা দরে বিক্রি হয়। এসব মৌমাছি সব সময় উড়ে বেড়ালেও কারও গায়ে হুল ফোটায় না। মৌমাছিগুলো কখনো আক্রমণ করে না বলেও জানান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর