সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সেই মেয়েটির পাশে প্রশাসন

১০ বছর শিকলবন্দী

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সেই মেয়েটির পাশে প্রশাসন

নালিতাবাড়ী উপজেলায় শিকলবন্দী সেই প্রতিবন্ধী মেয়েটির পাশে দাঁড়াল প্রশাসন। ইউএনও আরিফুর রহমান মেয়েটির বাড়িতে গিয়ে নগদ অর্থ, ভ্যানগাড়ি তুলে দেন। এ ছাড়া মেয়েটির স্থায়ী চিকিৎসার ব্যবস্থা ও সরকারিভাবে একটি ঘর দেওয়ার প্রতিশ্রুতিও দেন। গতকাল বাংলাদেশ প্রতিদিনে ‘১০ বছর ধরে শিকলবন্দী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবন্ধী মেয়েটির মা মনোয়ারা বেগম বলেন, ‘মেয়েডারে লইয়া বিরাট বিপদে আছি। ইউএনও স্যার নগদ পাঁচ হাজার টাকা দিছেন, একটা ভ্যানগাড়ি দিছেন। আর একটি ঘর দিবেন এবং মেয়েকে চিকিৎসা করাইবেন বলে গেছেন।’

ইউএনও আরিফুর রহমান বলেন, ‘ডিসি স্যারের নির্দেশে ওই বাড়ি গিয়ে তাদের পাঁচ হাজার টাকা ও একটি ভ্যানগাড়ি দেওয়া হয়েছে। ঘর এলে তাদের বরাদ্দ দেওয়া হবে। মেয়েটির স্থায়ী চিকিৎসায় উপজেলা প্রশাসন সহযোগিতা করবে।

সর্বশেষ খবর