সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক পলক

কৃষি প্রযুক্তি মেলা

মানিকগঞ্জে ৫ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।  সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গতকাল মেলা উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড.  আবদুল মুঈদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। উপস্থিত ছিলেন বিভূতি ভুষণ সরকার, মহিউদ্দিন আহমেদ, হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ। মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতর কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে।

-মানিকগঞ্জ প্রতিনিধি

প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) জীব প্রযুক্তি বিভাগের উদ্যোগে পাঁচ দিনব্যাপী উদ্ভিদের টিস্যু কালচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বিভাগের সেমিনার কক্ষে শুরু হয়েছে। গতকাল সকালে বারি মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ড. আব্দুল ওহাব, ড. মিয়ারুদ্দীন, আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, মাহমুদা খাতুন প্রমুখ। -গাজীপুর প্রতিনিধি

চাঁদাবাজ আটক

নারায়ণগঞ্জের র‌্যাবের পৃথক অভিযানে তিন পরিবহন চাঁদাবাজ আটক হয়েছেন। আটকরা হলেন- মামুন, দেলোয়ার ও সায়মন। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৪ হাজার ৫৩০ টাকা জব্দ করা হয়। শনিবার বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এবং নবীগঞ্জ এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে তিনজনকে হাতেনাতে আটক করা হয় বলে জানান র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন।

-নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর