সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চার ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

চার ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যান

ধুনট পৌর এলাকার বাসস্ট্যান্ড-হুকুমআলী সড়ক

বগুড়ার ধুনট পৌর এলাকার জনগুরুত্বপূর্ণ চারটি সড়ক খানাখন্দে বেহালদশা হয়েছে। ওই সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। চলাচলে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। বগুড়া সড়ক ও জনপদ (সওজ) প্রায় ১০ বছর আগে ধুনট পৌর এলাকার প্রধান সড়কগুলোর মধ্যে ধুনট-শেরপুর, ধুনট-সোনামুখী, ধুনট-গোসাইবাড়িসহ চারটি সড়ক পাকা করে। পরবর্তীতে সওজ বিভাগ ওই সড়কগুলো সংস্কার করলেও পৌর এলাকার প্রায় ৮ কিলোমিটার রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের অভাবে তা চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে ধুনট-গোসাইবাড়ি সড়কের ধুনট বাজার থেকে চান্দারপাড়া পর্যন্ত ৪ কিমি, ধুনট বাজার থেকে বাইপাস পর্যন্ত এক কিমি, ধুনট জিরোপয়েন্ট থেকে হুকুমআলী বাসস্ট্যান্ড পর্যন্ত ২ কিমি এবং ধুনট উপজেলা পরিষদ থেকে ধুনট টিএনটি মোড় পর্যন্ত আধা কিমি। এই আট কিলোমিটার সড়কে রিকশা, ভ্যান, অটোরিকশা, বাস-ট্রাকসহ বিভিন্ন যান ঝুঁকি নিয়ে চলাচল করছে। সিএনজি অটোরিকশাচালক ফরহাদ হোসেন বলেন, ধুনট বাজার থেকে হুকুমআলী বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক প্রায় পুরোটাই চলাচলের অযোগ্য। এ সড়কের বিভিন্ন স্থানে গর্ত হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া পৌর এলাকার আরও কয়েকটি সড়কের অবস্থা খুবই খারাপ। ধুনট উপজেলা প্রকৌশল কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, পৌর এলাকার সড়কগুলো অনেক বছর আগে বগুড়া সড়ক ও জনপদ বিভাগ নির্মাণ করেছে। এ কারণে প্রকৌশল অধিদফতর থেকে সড়কগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না। বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, পৌর এলাকায় সড়কগুলো তারা নির্মাণ করলেও এর রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের দায়িত্ব পৌরসভার। তাই পৌর কর্তৃপক্ষই সড়কগুলো সংস্কার করবে। ধুনট পৌর মেয়র এ জি এম বাদশাহ বলেন, বগুড়া সড়ক ও জনপদ বিভাগের তৈরি পাকা সড়কগুলো পৌরসভা থেকে সংস্কার করা হয়। সম্প্রতি ধুনট বাজার থেকে ধুনট থানা পর্যন্ত সড়কটি তারা পুনঃনির্মাণ করেছেন। বরাদ্দ পেলে অন্য সড়কগুলোও সংস্কার করা হবে।

সর্বশেষ খবর