মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ব্যবসায়ী হত্যায় ৪ জনের ফাঁসি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকার চকবাজারের ব্যবসায়ী আবদুল হান্নান বাহার হত্যার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জনের মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত। ব্রাহ্মবাড়িয়ার জেলা ও দায়রা জজ সফিউল আজম গতকাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- নুরু মিয়া, জিয়াউল হক, লোকমান খান ও কাদির হোসেন। মামলা সূত্রে জানা যায়, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর গ্রামের আবদুল হান্নান বাহার ঢাকার চকবাজারে কসমেটিকস ও ইমিটেশনের ব্যবসা করতেন। ২০১৪ সালের ৪ আগস্ট বাহার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা এলাকায় পাইকার লোকমান খানের কাছে বকেয়া আদায় করতে যান। লোকমান তার শ্বশুরবাড়িতে বেড়ানোর নাম করে বাহারকে ইঞ্জিনচালিত নৌকায় তোলে। নৌকায় আটকে স্বজনদের কাছে টাকা দাবি করে। আসামিরা ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত বাহারকে নির্যাতন করে। ৬ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিতাস নদীতে ফেলে তাকে হত্যা করা হয়।  স্ত্রী হত্যায় মৃত্যুদন্ড : মানিকগঞ্জে  স্ত্রী হত্যার দায়ে গতকাল স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত লিটন খান পলাতক রয়েছেন।

 

সর্বশেষ খবর