মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

লোকসানে ধান বিক্রি করছেন কৃষক

দিনাজপুর প্রতিনিধি

ধানের বাম্পার ফলনে হাসি ফুটলেও বাজারে ধান নিয়ে যাওয়ার পর মলিন মুখে বাড়ি ফিরছেন কৃষক। কারণ সরকারের ক্রয় অভিযানের প্রভাব পড়েনি হাট-বাজারে। এখনো প্রতি কেজি ২৬ টাকা সরকারি দাম হলেও বাজারে মাত্র ১৫-১৬ টাকা দরে ধান বিক্রি হচ্ছে। প্রতি বস্তায় লোকসান গুনতে হচ্ছে ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকা। কৃষক নেতারা মনে করেন, মিলারদের সিন্ডিকেটই নিয়ন্ত্রণ করছে ধানের বাজার। কৃষক সমিতির দিনাজপুরের সভাপতি বদিউজ্জামান বাদল জানান, বড় বড় হাট-বাজারে সরকারি ক্রয় কেন্দ্র খুলতে হবে। কোনো দালালের মাধ্যমে নয়, সরকারি লোকজন দিয়ে প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনতে হবে। সাধারণ সম্পাদক দয়ারাম রায় বলেন, গত মৌসুমের মতো এবারও কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকার ঘোষণা দিয়েছে ধান ২৬ টাকা কেজি কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ১৩-১৫ টাকা।

 

সর্বশেষ খবর