শিরোনাম
বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
প্রতীক্ষার অবসান

আহসানগঞ্জে থামবে দ্রুতযান এক্সপ্রেস

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে দীর্ঘ প্রতীক্ষা ও আন্দোলনের পর ১০ জানুয়ারি থেকে যাত্রাবিরতি দেবে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন। এ ট্রেনটি চালু হলে উত্তরাঞ্চলীয় জেলার যাত্রীরা সুফল পাবেন। রেল মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আত্রাইবাসীর সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে ১০ জানুয়ারি থেকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়াবে দ্রুতযান এক্সপ্রেস। এ খবর জানামাত্র আত্রাইবাসী আনন্দে ফেটে পড়েন। স্থানীয়রা জানান, আহসানগঞ্জে দিনে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় নানা বিড়ম্বনা, দুর্ভোগের শিকার হতে হয়েছে এখানকার মানুষকে। দ্রুতযান এক্সপ্রেস যাত্রাবিরতি করায় তাদের কষ্ট লাঘব হবে। স্থানীয় শাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, এটা ছিল উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি।

প্রতিদিন শত শত মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করে। উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান বলেন, ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন বিরতির কারণে আত্রাইয়ের মানুষ যোগাযোগ ব্যবস্থায় আরও একধাপ এগিয়ে গেল।

সর্বশেষ খবর