বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিপন্ন প্রজাতির বনবিড়াল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পঞ্চবটি এলাকার একটি পোশাক কারখানার গুদাম থেকে বিপন্ন প্রজাতির একটি বনবিড়াল উদ্ধার করেছে বন অধিদফতর। গতকাল পঞ্চবটি এলাকার পাইওনিয়ার সোয়েটার নামে পোশাক কারখানার গুদাম থেকে বনবিড়ালটি উদ্ধার করা হয়। পাইওনিয়ার সোয়েটার গুদামের ইনচার্জ মাহমুদ আল সুমন বলেন, ‘৫ জানুয়ারি রাতে ময়লার স্তূপে প্রাণীটিকে দেখতে পাই। সেখানে ময়লা ফেলতে গেলে বনবিড়ালটি আক্রমণ করতে আসে। তখন সবাই মিলে এটিকে

আটক করি। পরে অনলাইনে খোঁজ নিয়ে জানতে পারি এটি বনবিড়াল। এ প্রাণীটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই সংরক্ষণের জন্য বন অধিদফতরকে জানাই।’

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ওয়াইল্ড লাইফ রেসকিউয়ার টিম প্রধান এম এম সাদ জানান, এটি বিপন্ন প্রজাতির বনবিড়াল বা ঋরংযরহম পধঃ. এটা হয়তো খাবারের খোঁজে লোকালয়ে এসেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর