বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ছয় মাসে বেনাপোলে রাজস্ব ঘাটতি ১৩৬৫ কোটি টাকা

২০১৯-২০ অর্থবছর

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল স্থলবন্দরে ২০১৯-২০ অর্থবছরের প্রথম ছয় মাসে জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১ হাজার ৩৬৫ কোটি টাকা কম আদায় হয়েছে। আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বন্দর-কাস্টমসের অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের অভাব এমনটা হচ্ছে বলে মনে করেন বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বেনাপোল কাস্টমস সূত্র জানায়, ২০১৮-১৯ অর্থবছরে বেনাপোল বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৪৮৩ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছিল ৪ হাজার ৪০ কোটি। এ সময় ঘাটতি ছিল ১ হাজার ৪৪৩ কোটি টাকা। চলতি ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২৮ কোটি ৩৪ লাখ। অর্থবছরের প্রথম ছয় মাসেই (জুলাই-ডিসেম্বর) বেনাপোল কাস্টমে রাজস্ব ঘাটতি হয়েছে ১ হাজার ৩৬৫ কোটি টাকা। বেনাপোল কাস্টমসের জয়েন্ট কমিশনার শহীদুল ইসলাম জানান, পণ্য খালাসে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়ে যাওয়া এবং শুল্কফাঁকি বন্ধে কড়াকড়ি আরোপ করায় কিছু ব্যবসায়ী এ বন্দর দিয়ে আমদানি কমিয়েছেন। এতে রাজস্ব কিছুটা ঘাটতি হয়েছে।

সর্বশেষ খবর