শিরোনাম
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঘনকুয়াশা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

টাঙ্গাইল প্রতিনিধি

ঘনকুয়াশা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

কয়েক দিন ধরে ঘনকুয়াশা থাকার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। এতে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় দুুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। মঙ্গলবার দিবাগত রাত থেকে মির্জাপুর উপজেলার কদিমধল্যা থেকে টাঙ্গাইলের আশেকপুর পর্যন্ত কয়েকটি পয়েন্টে যানবাহন চলাচলে স্থবিরতা দেখা দেয়। পুলিশ ও এলাকাবাসী জানান, মহাসড়কে মির্জাপুর উপজেলার জামুর্কী, নাটিয়াপাড়া, বাঐখোলা, করটিয়াসহ কয়েকটি স্থানে চার লেন সড়কের আন্ডারপাস নির্মাণের কাজ চলছে। পাকুল্যা, নাটিয়াপাড়া, করটিয়া এলাকায় একপাশ দিয়ে চলছে যানবাহন। এ ছাড়া মঙ্গলবার গভীর রাত থেকে ঘনকুয়াশা পড়তে থাকে। ফলে যানবাহনের গতি ধীর হয়। এরই মধ্যে টাঙ্গাইলের রাবনা বাইপাসে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানায়, ঢাকার দিকে এখন যানচলাচল স্বাভাবিক থাকলেও টাঙ্গাইলের দিকে কখনো ধীরগতি আবার কখনো যানজট লাগছে।

সর্বশেষ খবর