বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সান্তাহারে থামবে পঞ্চগড় এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

অবশেষে কাল থেকে বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে থামবে পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস। সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার রেজাউল করিম ডালিম জানান, সান্তাহার জংশন স্টেশনের জন্য মোট ১৩৩টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫টি এসি চেয়ার ও ১১৮টি শোভন চেয়ার আসন রয়েছে। প্রতিদিন বিকাল ৫টা ৫ মিনিটে ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে পৌঁছেবে এবং ৫টা ১০ মিনিটে ঢাকার উদ্যেশে ছেড়ে যাবে। গত বছরের ২৫ মে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড়-ঢাকা চলাচল শুরু করে। ট্রেনটি পঞ্চগড় থেকে ছাড়ার পর ঠাকুরগাঁও, দিনাজপুর ও পার্র্বতীপুর যাত্রাবিরতি দিয়ে সরাসরি ঢাকায় যেত। সান্তাহার জংশন স্টেশনে যাত্রাবিরতি না দেওয়ায় এই এলাকার যাত্রীরা ক্ষুব্ধ হন। তারা যাত্রাবিরতি দাবিতে নানা কর্মসূচি পালন করে।

সর্বশেষ খবর