বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ব্রিজ চলাচলের অনুপযোগী দুর্ভোগে ৩ উপজেলার মানুষ

গাইবান্ধা প্রতিনিধি

ব্রিজ চলাচলের অনুপযোগী দুর্ভোগে ৩ উপজেলার মানুষ

বাদিয়াখালীতে আলাই নদীর ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজ -বাংলাদেশ প্রতিদিন

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে আলাই নদীর ওপর নির্মিত ব্রিজ চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন তিনটি উপজেলার কয়েক লাখ মানুষ। সাঘাটা-গাইবান্ধা সড়কের বাদিয়াখালীতে ৬০ বছর আগে তৈরি হয়েছিল এই ব্রিজ। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় এটি ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, গাইবান্ধা শহরের সঙ্গে ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম সাঘাটা-গাইবান্ধা সড়ক। সড়কে আলাই নদীর ওপর নির্মিত সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। ১৯৬০ সালে এই সেতুটি নির্মাণ করা হয়। ১৯৯৮ সালের ভয়াবহ বন্যায় সেতুটির একাংশ ভেঙে গেলে গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগ ভাঙা সেতুর ওপরই বেইলি ব্রিজ বসিয়ে সাময়িক যান ও লোকজন চলাচলের উপযোগী করে। ব্রিজটি সরু হওয়ায় ব্যস্ত এই সড়কে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। একপাশ দিয়ে মানুষ হেঁটে চলাচল করতে গিয়ে যানবাহনের ধাক্কায় আহত হচ্ছেন। এছাড়া প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বিকল্প সড়ক না থাকায় চরাঞ্চলে উৎপাদিত পণ্য আনা-নেওয়ায়ও সমস্যা হচ্ছে। ব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয়রা দীর্ঘদিন থেকে সভা-সমাবেশ ও মানববন্ধন করলেও কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, সেতু ও সড়কটি প্রশস্ত করে তৈরি করতে নদীর দুই পাড়ে কিছু জমি অধিগ্রহণ করা হবে। জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলেই শুরু হবে সেতু নির্মাণ কাজ।

সর্বশেষ খবর