বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিষাক্ত গ্যাসে ২৫ শ্রমিক অসুস্থ

টঙ্গী প্রতিনিধি

বিষাক্ত গ্যাসে ২৫ শ্রমিক অসুস্থ

হাসপাতালে অসুস্থ শ্রমিকরা

গাজীপুরের টঙ্গী মেঘনারোড এলাকায় অ্যামট্রানেট গ্রুপের আলম টাওয়ারের (আউট) স্টিম থেকে নির্গত বিষাক্ত গ্যাসে ২৫ শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল দুপুরে। হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে শ্রমিকরা কারখানার বাথরুমে যান। এ সময় আউট স্টিমের পাইপ থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে কারখানায় প্রবেশ করে। গ্যাসে আক্রান্ত হয়ে একে একে ২৫ শ্রমিক অসুস্থ হন। তাদের টঙ্গী আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার শ্রমিক দিলরুবা বলেন, শ্রমিকরা বাথরুমে যাওয়ার পর অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। অন্যরা তাদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা বেগম বলেন, ‘শ্রমিকদের অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সবাই আশঙ্কামুক্ত রয়েছে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাখওয়াত কায়ছার সুজন জানান, আউট স্টিমের গ্যাস থেকে কয়েক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা দেওয়ার পর অনেকেই সুস্থ হয়ে গেছেন।

সর্বশেষ খবর