শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দূর হবে জলাবদ্ধতা বাঁচবে ফসল

লাঘাটা নদী পুনঃখনন

মৌলভীবাজার প্রতিনিধি

দূর হবে জলাবদ্ধতা বাঁচবে ফসল

মৌলভীবাজারের কমলগঞ্জ ও রাজনগর উপজেলার ছয় ইউনিয়নের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম লাঘাটা নদী (ছোট নদী)। নদীটি দীর্ঘদিন খনন না হওয়ায় এবং দখল-দূষণে সংকুচিত হওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। তখন ক্ষতিগ্রস্ত হয় ছয় ইউনিয়নের ফসলি জমি। নদী খননের দাবি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের। জানা যায়, লাঘাটা নদী কমলগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি হয়ে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মনু নদীতে মিলেছে। প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ এ নদী দিয়ে কমলগঞ্জের আদমপুর, আলীনগর, শমসেরনগর, ফতনঊষা, মুন্সিবাজার এবং রাজনগরের কামারচাক ইউনিয়নের পানি নিষ্কাশন হয়ে মনু নদীতে পড়ে। পানি নিষ্কাশনের একমাত্র এই নদী দীর্ঘদিন খনন না হওয়ায় এবং দখল-দূষণে ভরাট হয়ে রয়েছে। নদীটির খনন কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান ইউনিচ অ্যান্ড ব্রাদার্স এবং এসএএসআই (ইসরাত এন্টারপ্রাইজ)।

কমলগঞ্জ উপজেলার বাসিন্দা রানা মিয়াসহ অনেকে বলেন, লাঘাটা নদী খনন না হওয়ায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বিপাকে পড়েন গ্রামের বাসিন্দরা। নদীটি খননের ফলে এলাকাবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারে। জয়নাল মিয়া, নুরুলসহ কয়েকজন জানান, নদীটি খনন কাজ শুরু হয়েছে। সঠিকভাবে শেষ হলে আশা করি আর ফসল নষ্ট হবে না। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর বলেন, লাঘাটা নদী খননে এলাকার মানুষের ব্যাপক চাহিদা ছিল। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে খনন সম্পন্ন হবে।

সর্বশেষ খবর