শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সন্ত্রাসীদের ভয়ে গ্রামছাড়া ব্যবসায়ী

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর ভাট্টা গ্রামের ব্যবসায়ী হাবিবুর রহমান সন্ত্রাসীদের ভয়ে প্রায় ১ বছর ধরে গ্রাম ছাড়া। স্ত্রী সন্তানসহ পার্শ্ববর্তী সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের কাছারি গ্রামে শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। হাবিবের অভিযোগ, বছর খানেক আগে বাড়ির পাশে জমি কিনে এলাকার এক প্রভাবশালীর রোষানলে পড়েন। তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করা হয়। না দেওয়ায় গত বছরের ২৩ ফেব্রুয়ারি হাবিবকে কুপিয়ে জখম করা হয়। চিকিৎসা নিয়ে সুস্থ হলেও সন্ত্রাসীদের ভয়ে তিনি বাড়িতে ফিরতে পারছেন না। হামলার ঘটনায় মামলা হলে মামলার সাক্ষী একই গ্রামের হাবিবকে (ঢাকার কাঁচামালের ব্যবসায়ী) নিজ বাড়িতে গত ২৩ অক্টোবর হত্যা করা হয়। নিহত হাবিবের মা মনোয়ারা জানান, পাশের বাড়ির হাবিবকে কুপিয়ে জখম করার মামলায় তার ছেলে হাবিব সাক্ষী হওয়ায় তাকে খুন করা হয়। কটিয়াদী মডেল থানার ওসি জানান,  দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত বলে তিনি দাবি করেন।

সর্বশেষ খবর