শিরোনাম
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পরিচ্ছন্ন নগরী হবে ময়মনসিংহ : মেয়র

ময়মনসিংহ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ময়মনসিংহকে পরিচ্ছন-সবুজ নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এছাড়া মুজিবর্ষ ঘিরে বছরব্যাপী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন-মসিক। সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দীন মিলনায়তন সম্মেলনে গতকাল এ তথ্য জানান মেয়র। এ সময় আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, আসিফ হোসেন ডন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ‘বঙ্গবন্ধুর জীবন-কর্ম থেকে শিক্ষা নিয়ে সবার জীবন পরিচালিত করতে পারলেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ও স্মরণ করা সার্থক হবে। একই সঙ্গে মুজিব আদর্শ ধারণ করে নতুন প্রজন্মকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।’

মুজিববর্ষের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, ময়মনসিংহ সিটি করপোরেশন সার্ভিস সিস্টেম পাইলট প্রকল্পের আওতায় অনলাইনে সেবা (বিভিন্ন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, প্রোপার্টি ম্যানেজমেন্ট ও পানির বিল) দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রয়েছে আরও নানা উন্নয়ন পরিকল্পনা।

সর্বশেষ খবর