শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইটভাটায় জ্বলছে কয়লার পরিবর্তে খড়ি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বেশিরভাগ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে পুড়ানো হচ্ছে খড়ি। এ জেলায় কয়েক বছরের মাথায় প্রায় ১০০ ইটভাটা গড়ে উঠেছে। সদর উপজেলার গড়েয়া, রুহিয়া, জগন্নাথপুর, আকচা, মোহাম্মদপুর, রহিমানপুর, ভুল্লি, বেগুনবাড়িসহ প্রায় সব ইউনিয়নেই কয়লার পরিবর্তে অধিকাংশ ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে গাছের খড়ি। পরিবেশ অনুযায়ী তৈরি করা হয়নি চিমনি। কৃষককে ভুল বুঝিয়ে কৃষি জমিতেও গড়েছে ইটভাটা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জানান, ইটভাটার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হবে।

সর্বশেষ খবর