শিরোনাম
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দুই বাংলাদেশির লাশ ফেরত

প্রতিদিন ডেস্ক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতন ও গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ চার দিন পর গতকাল ফেরত দিয়েছে। নিহতরা হলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের রমিজ উদ্দীনের ছেলে সাবুল আক্তার ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদলের আবু সাঈদ। ভারতীয় পুলিশ দুই বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, শনিবার ভোরবেলা পাড়িয়া সীমান্তের ভারতীয় বারোঘড়িয়া ক্যাম্পের ৫০ গজ অভ্যন্তর দিয়ে অবৈধ পথে ঢোকার সময় বিএসএফ গুলি ছুড়লে বাংলাদেশি সাবুল আক্তার নিহত হন। লালমনিরহাট প্রতিনিধি জানান, ভারতের অভ্যন্তরে তামাক খেতে কাজ করছিলেন আবু সাঈদ। শুক্রবার সন্ধ্যায় চোরাকারবারি সন্দেহে বিএসএফ আবু সাঈদকে মারধর করে বিদ্যুতের পিলারের কাছে ফেলে চলে যায়। এতে তার মৃত্যু হলে মেখলিগঞ্জ থানা পুলিশ লাশ নিয়ে যায়।

তবে বিএসএফের পক্ষ থেকে বলা হয়, অবৈধভাবে গরু পাচার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদের মৃত্যু হয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন্ত কুমার মোহন্ত বলেন, সাঈদের লাশ তার পরিবারে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর