শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

১৬ কিমির পুরোটাই ভাঙা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

১৬ কিমির পুরোটাই ভাঙা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার কালিকাপুর-পীরগঞ্জ সড়ক। ১৬ কিলোমিটার সড়কের পুরোটাই ভাঙা। সঙ্গে নতুন দুর্ভোগ ভাঙা ব্রিজ। সুবিল ও ইউছুফপুর ইউনিয়নের সংযোগ এগারগ্রাম বাজার সংলগ্ন ব্রিজের একাংশ ভেঙে পড়েছে। ভাঙা স্থান কাঠ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সড়কটি আট বছর ধরে ভাঙা থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সরেজমিন গিয়ে জানা যায়, এ সড়ক দিয়ে ব্রাহ্মণপাড়া ও দেবিদ¦ারের ৩০ গ্রামের মানুষ যাতায়াত করে। ২০১১ সালে সর্বশেষ সড়কটি সংস্কার করা হয়। সড়কের কিছু অংশ ভেঙে খালে ও পকুরে পড়ে গেছে। প্রায় এসব স্থানে সিএনজি অটোরিকশা ও অন্যান্য পরিবহন উল্টে দুর্ঘটনা ঘটছে। বেশি ভাঙা ফতেহাদবাদ, সুলতানপুর, সুবিল, কালিকাপুর, এগারগ্রাম ও যুক্তগ্রাম এলাকায়। ইউছুফপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফা কামাল চৌধুরী বলেন, টেন্ডারে রাস্তার সঙ্গে ব্রিজটিও অন্তর্ভুক্ত আছে। এ মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হবে বলে আশা করছি।  দেবিদ্বার উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম বলেন, টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি খুব দ্রুতই রাস্তাটির কাজ শুরু করতে পারব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর