শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মধুটিলার সড়কটি পাঁচ বছর ধরে বেহাল

নালিতাবাড়ী প্রতিনিধি

মধুটিলার সড়কটি পাঁচ বছর ধরে বেহাল

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মধুটিলা ইকোপার্কে যাতায়াতের প্রধান সড়কটি পাঁচবছর ধরে পাঁচ কিলোমিটার সড়ক খানাখন্দে বেহাল। ফলে ২০ কিলোমিটার সড়ক ঘুরে  সীমান্ত সড়ক  দিয়ে যাতায়াত করতে হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন  ইকোপার্ক  কর্তৃপক্ষ ও এলাকাবাসী। উপজেলা প্রকৌশলী কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী  পোড়াগাঁও ইউনিয়নের পাহাড়ি পরিবেশের ৩৮০ একর জমি নিয়ে ১৯৯৯ সালে মধুটিলা ইকোপার্কটি নির্মাণ করে ময়মনসিংহ বন বিভাগ। এই ইকোপার্কে যাতায়াতের জন্য উপজেলার নন্নী বাজার হয়ে পাঁচ কিলোমিটার সড়ক ধরে এগোলেই মধুটিলা ইকোপার্ক যাওয়া যায়। ২০১০ সালে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে এই পাঁচ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়। এই সড়কে  নন্নী বাজার হয়ে পোড়াগাঁও ইউনিয়নের ৫/৬ গ্রামের মানুষ চলাচল করেন। ২০১৪ সাল থেকে সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়। দীর্ঘ দিন ধরে সড়কটি  বেহাল থাকায় ইকোপার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা বিরক্তি প্রকাশ করেন।

সর্বশেষ খবর