শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বগুড়ায় পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় পিঠা উৎসব

চিতই পিঠা, পুলি, পাটি সাপটা, হৃদয় হরণ, মুগ পাকন, ঝাল কুশলী, তাল পিঠা, বিস্কুট পিঠা, মনকারা, বকুল পিঠা, তেল পিঠা, ঝিনুক পিঠা, রংধনু খাজা পুলি, গোলাপ পিঠা, বিবিখানা পিঠা, ভাপা নামসহ হরেক নাম হলেও সবই পিঠা। পিঠার এই বাহারি নাম নিয়ে গতকাল সকাল থেকে রাত অবধি পিঠা উৎসব অনুষ্ঠিত হয় বগুড়া শহরের টিটু মিলনায়তন চত্বরে। দিনব্যাপী উৎসবে ঐতিহ্যবাহী আকবরিয়া গ্রান্ড হোটেল, বগুড়া সরকারি মহিলা কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা শহরের জলেশ্বরীতলার ইচ্ছে তুলি আর্ট গ্যালারি, মাটিডালি উচ্চ বিদ্যালয়, ভান্ডারি বালিকা বিদ্যালয়, টিএমএসএস দাখিল মাদরাসা, ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজসহ ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের হরেক রকমের পিঠা নিয়ে স্টল সাজান। শহরের শহীদ টিটু মিলনায়তনের রোমেনা আফাজ মুক্তমঞ্চে ১৮তম উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন  রাগেবুল আহসান রিপু, প্রদীপ ভট্টাচার্য শংকর, তৌফিক হাসান ময়না, সাইদ সিদ্দিকী, অ্যাডভোকেট পলাশ খন্দকার, লায়ন আতিকুর রহমান মিঠু প্রমুখ। বিকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন বগুড়া প্রেস ক্লাব সভাপতি মোজাম্মেল হক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর