শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশ ও বঙ্গবন্ধু অভিন্ন : শামীম

শরীয়তপুর প্রতিনিধি

বাংলাদেশ ও বঙ্গবন্ধু অভিন্ন : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী সংগ্রামের ফসল হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ও বঙ্গবন্ধু অভিন্ন। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মহাসড়কে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নড়িয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও শামীমের মায়ের নামে ‘বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানকালে এবং শরীয়তপুর সদরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত পৃথক সভায় তিনি এসব কথা বলেন। নড়িয়ায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ডা. আশ্রাফুল হক সিয়ামের নেতৃত্বে ৪০ বিশেষজ্ঞ ডাক্তার সেখানে দিনভর এলাকার গরিব-অসহায় মানুষের চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় আওয়ামী লীগ নেতাদের মধ্যে হাবিবুর রহমান সিকদার, হুমায়ুন কবির মোল্যা, আতিকুর রহমান মানিকসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনল কুমার দে’র পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু এমপি, গিয়াস উদ্দিন পাহাড়, আবুল হাসেম তপাদার, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, সামসুল হক খান, ওহাব বেপারী, মির্জা হযরত আলী, নুরুল আমিন কোতোয়াল, এ কে এম ইসমাইল হক, কামরুজ্জামান আকন্দ উজ্জ্বল, আবদুর রাজ্জাক পিন্টু, এস এম আমিনুল ইসলাম রতন, খবিরুজ্জামান বাচ্চু প্রমুখ।

সর্বশেষ খবর