শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নাঙ্গলকোটে অর্ধশত চিকিৎসকের সেবা বর্জন, দুর্ভোগ

লাকসাম প্রতিনিধি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাঙ্গলকোটে অন্তত অর্ধশত বিশেষজ্ঞ চিকিৎসক সেবা বর্জন করেছেন। গতকাল নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল, আল্ট্রা মডার্ন, মেডিকেল সেন্টার, নোভা, আধুনিক, ট্রমা, ডক্টস ল্যাব, উপজেলার বাঙ্গড্ডা বাজারের আস শিফা ও হলি ফ্লাওয়ার হাসপাতালসহ উপজেলার প্রায় সব হাসপাতাল ও ক্লিনিকে বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসাসেবা বন্ধ রেখেছেন। এতে শত শত রোগী চিকিৎসাসেবা বঞ্চিত হয়ে হাহাকার করতে দেখা যায়। দুপুরে উপজেলা সদরের কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা যায়, হাসপাতালগুলোতে চিকিৎসকদের আসার অপেক্ষা করে রোগীরা ফিরে যাচ্ছে। গত ১১ জানুয়ারি শনিবার আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে ওই চিকিৎসকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই চিকিৎসক বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা করেন।

 চিকিৎসকের ওপর হামলার ঘটনার দ্রুত বিচার দাবি করেন তারা।

সর্বশেষ খবর