শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক পলক

অটোরিকশায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাগেরহাটে ব্যাটারিচালিত অটোরিকশায় গলায় ওড়না পেঁচিয়ে নাহিদা আক্তার শম্পা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের দশানী এলজিইডির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নাহিদা আক্তার শম্পা শহরের দশানী এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। তার স্বামী আসাদুল আলম বেপারী ফ্রান্স প্রবাসী। -বাগেরহাট প্রতিনিধি

নোয়াখালীতে মাসব্যাপী শিল্প পণ্যমেলা শুরু

নোয়াখালী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে মাসব্যাপী দেশীয় শিল্প পণ্যমেলা শুরু হয়েছে। জেলা শহরের হাউজিং বালুর মাঠে গতকাল বিকালে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য (নোয়াখালী-৪) একরামুল করিম চৌধুরী। পুনাক সভানেত্রী তানিয়া আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন, পুনাক সভানেত্রী তানিয়া আলমগীর, লেডিস ক্লাবের সভানেত্রী উৎপলা দাস, অতিরিক্ত পুলিশ সুপার, দীপক জ্যোতি তৃষা, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, সদর সার্কেল কাজী আবদুর রহিম প্রমুখ। মেলায় দেশীয় পণ্যের ১০০টি স্টল রয়েছে। -নোয়াখালী প্রতিনিধি

শ্রমিক লীগ নেতা গ্রেফতার

বিপুল পরিমাণ সরকারি বৈদ্যুতিক তারসহ হবিগঞ্জের মাধবপুরে শ্রমিক লীগ নেতা শাহজাহান মিয়া মোল্লাকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে উপজেলার শাহজীবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধারকৃত বৈদ্যুতিক চোরাই তারের মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত শাহজাহান মিয়া মোল্লা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক।

-হবিগঞ্জ প্রতিনিধি

৫টি দোকান পুড়ে ছাই

বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা বটতলা এলাকায় অগ্নিকাণ্ডে  ইউনিয়ন যুবলীগের কার্যালয়সহ ৫টি দোকান পুড়ে গেছে। শুক্রবার রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শোভাযাত্রা

জাতীয়করণ দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল। এমদাদুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাহবুব জামান, আ.ক.ম. এহছানুল হক, এমদাদুল হক, আবুল বাসার মৃধা।-কিশোরগঞ্জ প্রতিনিধি

কম্বল বিতরণ

মোংলা উপজেলায় ৪ শতাধিক শিশুর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও দেড় শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ‘এসএসসি প্রজন্ম ২০০১, বাংলাদেশ’। গতকাল উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায় জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের  শিক্ষা উপকরণ ও দরিদ্র অভিভাবকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

-বাগেরহাট প্রতিনিধি

সামাজিক বৈষম্য দূর করতে কল্যাণ রাষ্ট্রের বিকল্প নেই

খেলাফত মজলিস বৃহত্তর উত্তরা জোনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সমাজিক বৈষম্য দূর করতে হলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। বৃহত্তর উত্তরা জোন পরিচালক ও ঢাকা মহানগর খেলাফত মজলিস সহসাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শেখ গোলাম আসগর, ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, মাওলানা আজিজুল হক, খায়রুল আলম, মো. এনামুল হক হাসান, মাওলানা শাহাদাত হোসাইন  প্রমুখ।

- টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর