শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

খানসামায় বিষমুক্ত বেগুন চাষ

দিনাজপুর প্রতিনিধি

খানসামায় বিষমুক্ত বেগুন চাষ

কীটনাশক ব্যবহার ছাড়াই বিশেষ পদ্ধতি সেক্স ফেরোম্যান ট্রাপ গ্রহণ করে বিষমুক্ত বেগুন চাষে কৃষকের সফলতা পেয়েছে।

পরিবেশবান্ধব, জৈবিক বালাই দমন ফাঁদ বা সেক্স ফেরোম্যান ট্রাপ বিষমুক্ত যে কোনো ফসল উৎপাদনে বেশ কার্যকর। খুব কম খরচে এ পদ্ধতি ব্যবহার করে ফসলকে বিভিন্ন বালাইমুক্ত করা যায়। এ পদ্ধতি ব্যবহার করে সফলতা পেয়েছে খানসামা উপজেলার অনেক কৃষক। এ পদ্ধতি কৃষিতে ব্যবহারে আকৃষ্ট করতে পারলে অর্থনৈতিক ভাবে লাভবান হবে দেশের কৃষক এবং বিষমুক্ত হবে ফসল। খানসামার জাহাঙ্গীরপুর গ্রামের গোবিন্দপুর ব্লকে কৃষক মাহমুদুল হাসান ২ বিঘা জমিতে পারপোল কিং জাতের বিষমুক্ত বেগুন আবাদ করেছে। এই বেগুন ব্যবসায়ীরা ঢাকায় নিয়ে যাচ্ছে বিক্রির জন্য। প্রায় সারাবছরই এ বেগুন পাওয়া যাবে বলে ওই কৃষক জানান। খানসামা উপসহকারী কৃষি কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, বিষমুক্ত ফসল আবাদে সেক্স ফেরোমেন ফাঁদ একটি কার্যকর পদ্ধতি।

সর্বশেষ খবর