শিরোনাম
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

জালিয়াতির অভিযোগ তদন্ত হয়নি তিন মাসেও

দিনাজপুর প্রতিনিধি

জালিয়াতির আশ্রয় নেওয়ায় দিনাজপুর নুরজাহান কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির বিষয়ে তিন মাসেও তদন্ত প্রতিবেদন জমা দেননি জেলা প্রশাসক। অভিযোগ রয়েছে, শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে ওই মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির পদ বাগিয়ে নেন সফিকুল ইসলাম ছুটু। একজন এইচএসসি পাস ব্যক্তিকে শিক্ষাবিদ দেখিয়ে কিভাবে গভর্নিং বডির সভাপতি মনোনয়ন দেওয়া হলো জানতে চেয়ে গত বছরের ফেব্রুয়ারিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেন এক ব্যক্তি। এর প্রেক্ষিতে গত ১৬ অক্টোবর বিষয়টি তদন্ত করতে দিনাজপুর জেলা প্রশাসককে একটি চিঠি দেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এ বিষয়ে জেলা প্রশাসক মাহমুদুল আলম জানান, তারা এখনো তদন্ত করেননি এবং প্রতিবেদনও দেননি। এর সঙ্গে অনেক রাঘববোয়াল জড়িত আছে। তাই বিষয়টি খুব ভালোভাবে তদন্ত করতে হবে। লোকবল না থাকায় তদন্ত শুরু করতে পারেননি তারা।

সর্বশেষ খবর