রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাইস ট্রান্সপ্ল্যান্টারে ধানের চারা রোপণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

রাইস ট্রান্সপ্ল্যান্টারে ধানের চারা রোপণ

মেশিনে ধান রোপণে ব্যস্ত কৃষক -বাংলাদেশ প্রতিদিন

কিশোরগঞ্জের তাড়াইলে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ পদ্ধতি উদ্বোধন করা হয়েছে। গতকাল বোরগাঁও গ্রামে ব্যারিস্টার গোলাম কবির ভূইয়ার প্রতিষ্ঠিত ইফতিয়াজ অ্যান্ড নুসরাত গেরস্ত বাড়ি প্রকল্পে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহা পরিচালক ডক্টর আব্দুল মুঈদ এর উদ্বোধন করেন। প্রাথমিকভাবে প্রকল্পের ৫০ একর জমিতে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি বোরগাঁও গ্রামে আরও ২০০ কাঠা জমি রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে লাগানোর প্রস্তুতি রয়েছে  বলে জানা গেছে। এ লক্ষ্যে আগেই এঁটেল মাটিতে পলিথিনের ওপরে বীজতলা তৈরি করা হয়। কৃষক ওমর ফারুক জানান, এ যন্ত্রের সাহায্যে এক লিটার পেট্রোল খরচ করে ৫ কাঠা জমিতে চারা রোপণ করা যায়। এতে খরচ যেমন কম হয়, তেমনি সময়ের অপচয়ও রোধ করা যায়।

মহা পরিচালক ডক্টর আব্দুল মুঈদ বলেন, গ্রামাঞ্চলে এখন কৃষি শ্রমিকের সংকট রয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে যন্ত্রের ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে। সরকার কৃষকদেরকে ভর্তুকিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে বলে তিনি জানান। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের ঢাকা বিভাগীয় পরিচালক বিভূতিভূষণ সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর