শিরোনাম
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোক্তারপাড়া এলাকায় হিন্দুদের দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে ইসকনের বিরুদ্ধে। গত শুক্রবার দিনব্যাপী দখলকা  ঘিরে উত্তেজনা বিরাজ করে। পরবতীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দখলকারী ইসকন সদস্যদের জনতার ভিতর থেকে উদ্ধার করে নিরাপদে পাঠিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মোক্তারপাড়া শহরের মেইন সড়কের উপরে ৯ শতাংশ জমির এক অংশে তাপস কুমার সরকারের বোন ছায়ারানী সরকার বসবাস করতেন। তাপস কুমার সরকার ভূমিটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘ ৬৫ বছর ধরে ভোগদখল করে আসছিলেন। ঘরটি মেরামত করতে বোন মেয়ের বাড়িতে গিয়েছিল। কিন্তু গত শুক্রবার সকালে ইসকন সদস্যরা ঢোল-করতাল নিয়ে ঘরটি দখলে নিয়ে নেয়। এদিকে এ ঘটনায় দুপুরেই তাপস সরকার থানায় লিখিত অভিযোগ দেন ইসকন সদস্য সুবীর চন্দ্র সরকারকে বিবাদী করে। কিন্তু বিকাল থেকে মোক্তারপাড়া এলাকায় ইসকনের দখল নিয়ে উত্তেজনা বিরাজ করে। ভূমির মালিক ও ইসকনদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক করতেই ঘরের ভিতর থেকে ইসকনের কয়েকজকে বের করে নিরাপদে পাঠিয়ে দিয়েছি।

সর্বশেষ খবর