রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

গোপন ভোটে তিতাস উপজেলা বিএনপির নেতা নির্বাচন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে গোপন ভোটে নেতা নির্বাচন করা হয়েছে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিতাস উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপির ২৭ জন কাউন্সিলর?এই নির্বাচনে গোপন ব্যালটে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। তিতাস উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে নির্বাচিত নেতারা হলেন- সভাপতি মো. সালাহউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মো. ওসমান গণি ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি আলহাজ আলী হোসেন মোল্লা, যুগ্ম-সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম জাদু মোল্লা ও কাজী মো. কবির হোসেন সেন্টু। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি  ইঞ্জিনিয়ার মঞ্জুুরুল আহসান মুন্সি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার। সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. এমদাদুল হক আখন্দ।

সর্বশেষ খবর