রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বালু উত্তোলনে হুমকিতে ব্রিজ

ঠাকুরগাঁও প্রতিনিধি

বালু উত্তোলনে হুমকিতে ব্রিজ

নির্মাণাধীন ব্রিজের অদূরে চলছে বালু উত্তোলন -বাংলাদেশ প্রতিদিন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নির্মাণাধীন ব্রিজের কাছ থেকে ড্রেজার দিয়ে বালু তোলায় হুমকির মুখে পড়ছে নির্মাণাধীন ব্রিজসহ পার্শ্ববর্তী স্কুল, কলেজ ও বিভিন্ন পাকা স্থাপনা। কিছুদিন ধরে বালিয়াডাঙ্গী উপজেলার তীরনই নদীতে দেখা যাচ্ছে এমন চিত্র। স্থানীয়রা উপজেলা ও জেলা প্রশাসনকে বার বার বিষয়টি মৌখিক ও লিখিতভাবে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

উপজেলা প্রকৌশলসূত্রে জানা যায়, প্রায় চার কোটি টাকা ব্যয়ে বালিয়াডাঙ্গী জিসি ভায়া বাদামবাড়ী হাট বাজার তীরনই নদীর উপর মিটার ৭০ মিটার গার্ডার ব্রিজের নির্মাণ করা হচ্ছে। আর সেই নির্মাণ কাজের বালু ব্যবহার করা হচ্ছে ব্রিজের ৫০ ফিট দূর থেকেই। বালু উত্তোলনকারী জাহাঙ্গীর আলম জানান, আমি প্রশাসনের লোকজনের অনুমতি নিয়েই নদী থেকে বালু উত্তোলন করছি। তা না হলে প্রশাসন অবশ্যই আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। তীরনই নদীর আশপাশ এলাকার জামাল, ফজলুর, বেলালসহ স্থানীয়দের অভিযোগ, একটি মহল তীরনই নদী থেকে নিয়মিত বালু উত্তোলন করছে। তবে উপজেলা প্রশাসনের বালু উত্তোলন বন্ধে কোনো অভিযান না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে বালু ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে নদীর আশপাশে অন্য প্রতিষ্ঠানও ক্ষতির মুখে পড়বে। ইউএনও খায়রুল আলম সুমন জানান, বালু উত্তোলনের বিষয়টি তার জানা নেই। উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, ব্রিজের পাশ থেকে বালু উত্তোলন নির্মাণাধীন সেতুর জন্য মারাত্মক ঝুঁকি। শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

সর্বশেষ খবর