সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

৩০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো

নীলফামারী প্রতিনিধি

৩০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো

নীলফামারী সদরের লক্ষ্মীচাপ বুড়িখড়া নদীর ওপরে বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীরা

নীলফামারীর বুড়িখোড়া নদীতে স্থাপিত বাঁশের সাঁকোই যেন প্রায় ৩০ হাজার মানুষের একমাত্র ভরসা। এই নদীর দুই পাড়ে রয়েছে লক্ষ্মীচাপ ইউনিয়নের ১০টি গ্রাম। রয়েছে বিভিন্ন স্কুল-কলেজ, হাট-বাজার। এই সাঁকো পার হতে স্কুলের কোমলমতি শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী, কৃষক, চাকরিজীবীসহ সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সাঁকো পার হতে গিয়ে বিভিন্ন সময়ে শিশুদের পা পিছলে পানিতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। সরেজমিন গিয়ে দেখা যায়, লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুড়ি, মালিপাড়া ও বটতলী গ্রামের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে বুড়িখোড়া নদীটি। এই নদীর বটতলী গ্রামের ওপরে স্থাপন করা হয়েছে বাঁশের সাঁকোটি। এই সাঁকো দিয়ে ইউনিয়নের লক্ষ্মীচাপ, শিমুলবাড়ী, ধর্মপাল দুবাছুড়ি, দাঁড়িহারা, বালাপুকুর, খেরকাটি, বগুড়াটারী, শেওটগাড়ি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ চলাচল করে। সাঁকো পার হতে গিয়ে অনেক শিশু ও বৃদ্ধ নিচে পড়ে আহতও হয়েছেন। বিশেষ করে বর্ষাকালে নদীতে পানির প্রবাহ বেশি থাকায় এলাকাবাসীকে অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। ককই বড়গাছা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণপতি রায় বলেন, অনেক কষ্ট করে শিক্ষার্থীরা সাঁকোর ওপর দিয়ে আসা-যাওয়া করে। মাঝে মধ্যে দুর্ঘটনারও শিকার হয়ে থাকেন অনেকে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান জানান, এই সাঁকোটি মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি পিপি পাঠানো হয়েছে। পাস হয়ে এলে নির্মাণকাজ শুরু হবে।

সর্বশেষ খবর