সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বগুড়ায় মুক্তিযোদ্ধার পরিবার লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় আবারও হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা রোগীর স্বজনদের মারধর করেছেন। এবার মারধরের শিকার হয়েছেন মুক্তিযোদ্ধার পরিবার। গত শনিবার বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এ ঘটনা ঘটে। জানা গেছে, কার্ডিওলোজি বিভাগ থেকে হৃদরোগীকে অবজারভেশন ওয়ার্ডে স্থানান্তর নিয়ে বাকবিত ার জের ধরে ইন্টার্নদের মারধরে রোগী, তার ভাই ও তিন ছেলেমেয়ে আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন উল্লেখ করেন, তার স্ত্রী মাজেদা বেগম জোসনা (৫৫) হৃদরোগে আক্রান্ত হলে স্বজনরা তাকে শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালের কার্ডিওলোজি বিভাগে ভর্তি করেন। তাকে সিসিইউতে রাখা হয়। শনিবার বিকাল ৩টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা মাজেদা বেগমকে সুস্থ দাবি করে তাকে কার্ডিওলোজি বিভাগের সিসিইউ থেকে নিচে অবজারভেশন ওয়ার্ডে স্থানান্তর করেন। রোগীর সঙ্গে থাকা ভাই জাহিদুল ইসলাম, মেয়ে ও দুই ছেলে এতে আপত্তি জানান। তারা বলেন, রোগীর অবস্থা খারাপ তাকে নিচে নেওয়া যাবে না। তখন এক ইন্টার্ন রোগীর ভাইকে এক নারী ইন্টার্নের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তোলেন। এর পর সেখানে ১০-১২ জন নারী ও পুুরুষ ইন্টার্ন জড়ো হন। তারা প্রথমে বাকবিতন্ডা শুরু করেন। এর পর রোগীর লোকজনদের একটি রুমে বন্ধ করে রোগীর শরীরে থাকা ক্যাথেটার খুলে ফেলে সবাইকে এলোপাতাড়ি মারধর করেন।

সর্বশেষ খবর