সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক পলক

মাদারীপুরে কবিগান

ঐতিহ্যবাহী কালী পূজা ও পৌষ সংক্রান্তি উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী মহামানব গণেশ পাগল সেবাশ্রম সংঘ ও খালিয়ার সেনদিয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী কবি গান ও পক্ষকালব্যাপী পৌষ মেলা। কবিগান শুনতে এবং পৌষ মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। গভীর রাত পর্যন্ত চলছে গান ও মেলা। -মাদারীপুর প্রতিনিধি

দোকানে অগ্নিকান্ড

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নুর-আমিন ওয়ার্কশপ নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটেছে। গতকাল বেলা ১১টায় উপজেলার চৌধুরীহাটে এই ঘটনা ঘটে। খবর পেয়ে কোটালীপাড়া দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

-গোপালগঞ্জ প্রতিনিধি

পাঁচ দালাল আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশপাশে অভিযান চালিয়ে ৮৮টি পাসপোর্টসহ পাঁচ দালালকে আটক করেছে সিআইডি পুলিশ। গতকাল দুপুরে সিআইডি পুলিশের নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এই পুলিশ কর্মকর্তা জানান, পাসপোর্ট অফিসের আশপাশে কয়েকটি চক্র রয়েছে। অভিযোগর ভিত্তিতে পাঁচ দালালকে আটক করা হয়েছে।-সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ডাকাতি  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আয়াত আলীর বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার রাতে নোয়াপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। সাবেক চেয়ারম্যানের ছেলে তানভীর জানান, ডাকাতরা বাড়ির গ্রিলের জানালা কেটে ঘরে ঢুকে। আলমারির তালা ভেঙে পৌনে ৩ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। -রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর