সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মানিকগঞ্জ বিসিকে ঋণ আদায়ের হার ১০৬ ভাগে উন্নীত

মানিকগঞ্জ প্রতিনিধি

শিল্প সহায়ক কেন্দ্র বিসিক মানিকগঞ্জে জোনাল অফিস ক্ষুদ্র শিল্প ঋণ আদায় শেষে বিতরণ করা হচ্ছে। বর্তমানে অফিসটিতে ঋণ আদায়ের হার  ১০৬ ভাগে উন্নীত হয়েছে। অফিস সূত্র জানায়, ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত ২০১৯-২০২০ অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ১৩ লাখ টাকা। ছয় লাখ টাকার ঋণ মঞ্জুরির পর ইতোমধ্যে চার লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া লক্ষ্যমাত্রা পূরণে ঋণ বিতরণের সুদসহ টাকা আদায় হচ্ছে।  বিসিক মানিকগঞ্জের উপ-ব্যবস্থাপক একেএম জাহাঙ্গীর আলম জানান, বিসিক চেয়ারম্যানের সঠিক নির্দেশনায় আমরা ঋণসহ সুদ আদায় ও মঞ্জুরিকৃত ঋণ বিতরণ নির্দিষ্ট সময়ে করে যাচ্ছি। আগামী ৩০ জুনের মধ্যে লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারব বলে আশা করছি।

সর্বশেষ খবর