বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বসুন্ধরা ফাউন্ডেশনের ৩৩০ জনকে সুদমুক্ত ঋণ বিতরণ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৫৪তম সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা ফাউন্ডেশন। গতকাল উপজেলার      দুর্গারামপুরের ৩৩০ জন দরিদ্রকে ৩২ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বসুন্ধরা ফাউন্ডেশনের ঋণ পেয়ে ২০০৫ সাল থেকে এ পর্যন্ত ৩২ পেশার ১৯ হাজার ১০৬ জন হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত লোক স্বাবলম্বী হয়েছে।

বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ক্ষুদ্রঋণ শাখার উপ-প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম, ব্যবস্থাপক মোশাররফ হোসেন প্রমুখ। ময়নাল হোসেন চৌধুরী বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মূল লক্ষ্য হচ্ছে সন্ত্রাস, মাদক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়া। বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই বসুন্ধরা ফাউন্ডেশন হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মতো রতœসন্তান বাঞ্ছারামপুরে জন্মগ্রহণ করেছেন বলেই হতদরিদ্ররা এই সুবিধা পাচ্ছেন। তাই আপনারা পরম করুণাময় আল্লাহতায়ালার কাছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর                   সোবহান, তার সহধর্মিণী এবং পরিবারের সব সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করবেন। তিনি আরও বলেন, ২০০৫ সাল থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সরাসরি তত্ত্বাবধানে নিয়মিত ঋণ দেওয়া হচ্ছে। এই ঋণের উদ্দেশ্য হচ্ছে বাঞ্ছারামপুরকে দারিদ্র্যমুক্ত করা। ২০০৫ সালে বসুন্ধরা ফাউন্ডেশনের মূলধন ছিল ১ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা। ঘূর্ণায়মান পদ্ধতিতে বর্তমানে মূলধন দাঁড়িয়েছে ১৫ কোটি ২ লাখ ৫ হাজার টাকা। জানা যায়, গতকাল পুরনো ৩০২ ঋণগ্রহীতাকে ১০ হাজার করে এবং নতুন ২৮ জনকে ৭ হাজার ৫০০ টাকা করে ঋণ দেওয়া হয়। এই ঋণ গ্রহণের ৩ মাস পর থেকে কিস্তি আদায় শুরু হয়।

সর্বশেষ খবর