বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নওগাঁয় গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গত মঙ্গলবার ছিল মৌসুমে সর্বনিম্ন ৯ দশমিক ৪। সঙ্গে ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে সব ধরনের যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন চালকরা। বৈরী আবহাওয়ার কারণে এবং দুর্ঘটনা এড়াতে তারা গাড়ির হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছেন। কয়েকদিন ধরেই নওগাঁয় তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে। শীতে কাবু সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া সকাল-সন্ধ্যা ঘর থেকে বের হচ্ছেন না। বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মাহবুল আলম  বলেন, গতকাল সকাল ৬টায় নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ছে।

সর্বশেষ খবর