শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইউরিয়া সার জব্দ

প্রতিদিন ডেস্ক

নেত্রকোনার মদন থেকে পাচারকালে ৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে এলাকাবাসী। এ সময় উত্তেজিত এলাকাবাসী বিসিআইসির একটি গুদামে তালা ঝুলিয়ে দেয়। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। এদিকে কিশোরগঞ্জের তাড়াইলে পাচারকালে ৩৫ বস্তা ইউরিয়া সার জব্দ করে নিলামে বিক্রি করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রাউতি ইউনিয়নের ডিলার ফেরদৌস মিয়ার গুদাম থেকে ৩৫ বস্তা সার একটি গাড়িতে করে পাচারের সময় তাড়াইল সদর বাজারে জব্দ করা হয়।

পরে ইউএনও তারেক মাহমুদ মোবাইল কোর্টের মাধ্যমে গাড়ির চালককে দুই হাজার টাকা জরিমানা এবং জব্দ করা সার নিলামে বিক্রি করেন। নিলামে ডিলার ফেরদৌস মিয়া নিজেই ১৫ হাজার টাকায় ওই সার কিনে নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর