শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মিলারদের কারসাজিতে দাম বেড়েছে চালের

দিনাজপুর প্রতিনিধি

মিলারদের কারসাজিতে দাম বেড়েছে চালের

দিনাজপুরে পর্যাপ্ত সরবরাহ থাকলেও হঠাৎ করে চালের দাম কেজিপ্রতি ৩ টাকা করে বেড়েছে। সব ধরনের চালের মজুদ থাকার পরও হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। চালের দাম বাড়ার ব্যাপারে চালকল মালিকরা বলেন, সরকারের ক্রয় অভিযান এবং বাজারে ধানের দাম বাড়ার কারণে চালের দাম বেড়েছে। অপরদিকে, পাইকারি আর খুচরা বিক্রেতারা চাল মজুদ থাকার পরও মিলারদের কারসাজির কারণে দাম বেড়েছে বলে দাবি করেন। জানা যায়, দিনাজপুরের বাজারে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা। ৪২ টাকা কেজির মিনিকেট ৪৫ টাকা, ৩৫-৩৬ টাকা কেজির আটাশ চালের দাম বেড়ে ৩৯ টাকা, ২৫-২৬ টাকার গুটি স্বর্ণা ২৮ টাকা এবং ৫০ টাকার নাজিরশাইল বিক্রি হচ্ছে ৫৬ টাকায়। স্বর্ণা প্রতিবস্তা এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৪৬০ টাকা। আগে ছিল ১ হাজার ৪০০ টাকা। গুটিস্বর্ণা প্রতিবস্তা এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৫৫০ টাকা আগে ছিল ১ হাজার ৪৫০ টাকা।  দিনাজপুর চালকল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হুসেন বলেন, কৃষকের কাছ থেকে চাল কিনে নাজুক অবস্থায় ছিলাম। কোনোভাবেই ব্যাংকের সুদ পরিশোধ করে লাভ করতে পারছিলাম না। এই মূল্য বৃদ্ধি ব্যবসায়ীদের কিছুটা সহায়তা করবে। কৃষক সমিতি দিনাজপুরের সভাপতি বদিউজ্জামান বাদল বলেন, হাটবাজারে ধান চালের সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও চালের দাম বাড়ে; কিন্তু ধানের দাম বাড়ছে না।

সর্বশেষ খবর