শিরোনাম
শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আত্রাই নদীর তীরের মাটি যাচ্ছে ইটভাটায়

নওগাঁ প্রতিনিধি

আত্রাই নদীর তীরের মাটি যাচ্ছে ইটভাটায়

নওগাঁর মহাদেবপুরের শিবগঞ্জ ঘাট, দোহালী, লক্ষণপুর ও শাহজাদপুর এলাকায় স্থানীয় একটি চক্র আত্রাই নদীর তীরের মাটি কেটে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় দুই মাস ধরে বাঁধের পাশ থেকে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে নদীর উভয় তীরের মাটি কাটা হচ্ছে। এসব এলাকায় বাঁধের পাশের জমির উপরিভাগ থেকে তিন থেকে সাত ফুট পর্যন্ত গভীর করে মাটি কেটে ট্রাক্টর ও ট্রাকে ভরে বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। এতে নদীর গতি পরিবর্তন ও বর্ষায় তীর রক্ষা বাঁধ ভেঙে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ খবর