শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দুবলহাটি রাজবাড়ি ধ্বংসের দ্বারপ্রান্তে

নওগাঁ প্রতিনিধি

দুবলহাটি রাজবাড়ি ধ্বংসের দ্বারপ্রান্তে

নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে দুবলহাটি রাজবাড়ি। শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। জমিদারবাড়িটি প্রায় ২০০ বছরের পুরনো। ১৭৯৩ সালে রাজা কৃষ্ণনাথ এই অঞ্চলটিতে শাসনকার্য শুরু করেন। তিনি তৎকালীন ব্রিটিশ লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে ১৪ লাখ ৪৯৫ টাকায় জায়গাটি কিনেছিলেন। রাজা কৃষ্ণনাথের কোনো সন্তান বেঁচে না থাকায় তার নাতি রাজা হরনাথ রায় ১৮৫৩ সালে এর দায়িত্বভার গ্রহণ করেন। দুবলহাটির সৌন্দর্য বৃদ্ধি করতে বিভিন্ন নাট্যশালা এবং স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। সাধারণ মানুষের পানির চাহিদা পূরণ করতে পুকুর খনন করা হয়। ১৮৬৪ সালে জমিদার পরিবারের উদ্যোগে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে বিদ্যালয়টির নামকরণ রাজা হরনাথের নামে করা হয়। জমিদারি প্রথার উচ্ছেদের পর রাজা হরনাথ ভারতে চলে যান। প্রাসাদটি মোট ৭টি আঙিনা ও ৩০০টি কক্ষ নিয়ে গঠিত। এর ভিতরের দালানগুলো তিন থেকে চারতলা বিশিষ্ট।

সর্বশেষ খবর