শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাঁশের সাঁকোয় পারাপার

লাকসাম প্রতিনিধি

বাঁশের সাঁকোয় পারাপার

ডাকাতিয়া নদীর পাড়ে প্রায় ৩০০ কৃষকের আবাদি জমি। এসব জমিতে পরম আনন্দে ফসল বুনে জীবিকা নির্বাহ করে স্থানীয় কৃষকরা। ফসল বাড়িতে আনতে দুঃখ তাদের ডাকাতিয়া নদী। তবুও ভরসা নদীর ওপর আছে লম্বা একটি বাঁশের সাঁকো। এ সাঁকোর সঙ্গে তাদের ভাগ্য জড়িত। প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়েই সাঁকোটির একপাড় থেকে অন্যপাড়ে পাড়ি দিতে হয় তাদের।  বাইশগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি বলেন, এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সাঁকোর জায়গায় একটি সেতু নির্মাণের জন্য আমি এলজিইডিতে প্রস্তাব করেছি। সেতুটি নির্মাণ হলে দুই পাড়ের কৃষক ও মানুষের দুর্ভোগ লাঘব হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আমি আশাবাদী। এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী আল আমিন সরদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুর্গাপুরে ডাকাতিয়া নদীর ওপর বাঁশের সাঁকোর ব্যাপারে আমরা অবগত রয়েছি। এ জায়গায় ব্রিজ নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর