শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সরকার নির্ধারিত সেশন ফির দাবি ৯ ছাত্র সংগঠনের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সরকার নির্ধারিত সেশন চার্জ ও ভর্তি ফির অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার ৯টি ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন। গতকাল বিকালে বগুড়া শহরের সাতমাথায় সুজন বগুড়া জেলা কমিটির সভাপতি হুমায়ন ইসলাম তুহিনের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের ক্রীড়া সম্পাদক ছাব্বির হোসেনের পরিচালনায় মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ থেকে সরকার নির্ধারিত সেশন ফি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। ৯টি সংগঠনের মধ্যে রয়েছে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্রমৈত্রী, যুব ইউনিয়ন, জাসদ ছাত্রলীগ, যুবজোট, যুবমৈত্রী, সুজন ও উদীচী বগুড়া জেলা শাখা। বক্তব্য রাখেন যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, যুবজোট জেলা কমিটির সভাপতি ওবায়দুল হক, উদীচী বগুড়া জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আরিফুল হক খান রনিক, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সহ-সভাপতি বগুড়া জেলা সংসদের সভাপতি মো. নাদিম মাহমুদ। সংহতি প্রকাশ করেন সিপিবি কেন্দ্রীয় সদস্য বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, গণসংহতি আন্দোলন বগুড়া জেলা কমিটির সমন্বয়ক আবদুর রশিদ। বক্তারা বলেন, হাই কোটের নির্দেশনা ও সরকারের নীতিমালাকে তোয়াক্কা না করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নসহ অনেক খাত দেখিয়ে অধিক অর্থ উত্তোলন করছে। জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে কিন্তু সব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো সরকার নির্ধারিত ফি কার্যকর হয়নি।

সর্বশেষ খবর