রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দুই ইউনিয়নের যোগাযোগের মাধ্যম বাঁশের সেতু

নওগাঁ প্রতিনিধি

দুই ইউনিয়নের যোগাযোগের মাধ্যম বাঁশের সেতু

দুই উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম বাঁশের সেতুটি -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর রাণীনগরের ঘোষগ্রাম ও আত্রাইয়ের ক্ষিদ্র কালিকাপুর ইউনিয়নে বসবাসরত মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম একটি বাঁশের সেতু। ছোট যমুনা নদীর উপর দিয়ে চলাচলের জন্য ঘাট ইজারাদারের উদ্যোগে তৈরি হয়েছে এই সেতু। ওই স্থানে একটি ব্রিজের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ। আর বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে এ নদী পার হতে হয় নৌকা দিয়ে।

জানা যায়, রাণীনগর উপজেলার দক্ষিণে ও আত্রাই উপজেলার পশ্চিমে ছোট যমুনা নদী। বছরের বেশি সময় এ নদীতে পানি থাকে। তখন যাতায়াতের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় ইঞ্জিনচালিত নৌকা। শুষ্ক মৌসুমের শুরুতে বিলের পানি কম থাকায় হেঁটে উপজেলার আটগ্রাম, হরপুর, তারানগর গ্রামসহ বিভিন্ন এলাকার মানুষকে জেলা ও উপজেলায় যেতে হয়। ছোট যমুনার নাব্যতা সংকটে তখন নৌকা চলাচল বন্ধ থাকায় ঘোষগ্রাম-ক্ষিদ্র কালিকাপুর নামক স্থানে নদী পারাপারের জন্য একটি বাঁশের সাঁকোর ওপর ভরসা করতে হয়। আত্রাইয়ের ক্ষিদ্র কালিকাপুর গ্রামের আকবর আলী, আব্দুর রউফ, রুহুল আমিনসহ অনেক জানান, ব্রিজ না থাকায় প্রায় সারা বছর কষ্ট করে পারাপার হতে হয় তাদের। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কে থাকতে হয়। কালিকাপুর ইউপি চেয়ারম্যান নাজমুল হক জানান, নদী পারাপারের জন্য বর্ষা ও শুষ্ক মৌসুমে নৌকা এবং বাঁশের সেতুর উপর ভরসা করতে হয় আট গ্রামের মানুষের।

সর্বশেষ খবর